জার্মানীর পাঞ্চ ও সম্প্রসারিত গ্রীড প্রযুক্তি সংযুক্ত |
ব্যাটারি শিল্পে বাংলাদেশের পথিকৃত পান্না-গ্রুপ সম্প্রতি তার ব্যাটারি উৎপাদন কাঠামোতে জার্মানীর পাঞ্চ ও সম্প্রসারিত গ্রীড প্রযুক্তি (ওয়াইড রেঞ্জ টেক) সংযুক্ত করেছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবটিক অপারেশনের মাধ্যমে বিশ্ব মানের ব্যাটারি উৎপাদন ক’রে বিশ্বের উন্নত দেশে ব্যাটারি রপ্তানী শুরু করেছে।