পরিবেশক সম্মেলন ২০২৩-২৪
পান্না গ্রুপ আয়োজিত পরিবেশক সম্মেলন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে ২৩ নভেম্বর শনিবার। রাজধানীর হাজারীবাগে পান্না গ্রুপের প্রধান কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই পরিবেশক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পরিবেশকদের অ্য্ওায়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পান্না গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর অপারেশন মোঃ শহিদ খাঁন, ম্যানেজমেন্ট এডভাইজার গোপাল চন্দ্র ঘোষ (এফসিএ, এফসিএমএ, সিপিএ) এবং সিনিয়র জিএম সেলস এন্ড মার্কেটিং এ.কে.এম মহিবুল্লাহ। এছাড়া পান্না গ্রুপের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র এর আয়োজন সহ আকর্ষণীয় সব পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ লোকমান হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের উজ্জীবিত করতে প্রতি বছর এই আয়োজন করে থাকি আমরা। এই বছর সারাদেশের পরিবেশকদের মধ্যে সেরা পরিবেশককে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আশা করি, এতে তারা দ্বিগুণ উৎসাহে ব্যবসা পরিচালনা করবেন।